বাংলার কথা ডেস্ক:-
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সিয়াম নামের এক কলেজ শিক্ষার্থীকে কিশোর গ্যাংয়ের সদস্যরা কুপিয়ে আহত করেছে। সিয়াম সোনারগাঁও ডিগ্রী কলেজের একাদশ শ্রেনীর ছাত্র। আহত শিক্ষার্থী সোনারগাঁও পৌরসভার সাহাপুর গ্রামের ব্যবসায়ী বদুন মিয়ার ছেলে। অভিযোগ থেকে জানা যায় যে, পূর্ব শত্রুতার জের ধরে কিশোর গ্যাংয়ের সদস্য মোঃ জাফরের সাথে বাকবিতন্ড হয়। তারই জের ধরে ০৬ অক্টোবর রবিবার দুপুর ১২ টায় সোনারগাঁ মোগরাপাড়া চৌরাস্তায় মা জেনারেল হাসপাতালের সামনে অভিযুক্ত কিশোর গ্যাংয়ের লিডার জাফর, মোঃ রিফাত ও আরও অজ্ঞাতনামা ৬/৭ জন সহযোগী ধারালো অস্ত্র সজ্জিত হয়ে দাঁড়িয়ে থাকে।
কলেজ শিক্ষার্থী সিয়াম বাড়ি ফেরার পথে তাকে একা পেয়ে ধারালো কেঁচি, লোহার শাবল, লোহার রড, দিয়ে এলোপাথারি আঘাত করে। আঘাতে সিয়ামের হাতে পায়ে, মাথায় ও মুখমন্ডলসহ শরীরের বিভিন্ন অংশে জখম হয়। অভিযুক্ত জাফর পিরোজপুর ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রামের নবী আলীর ছেলে ও মোঃ রিফাত সোনারগাঁও পৌরসভার হাতকোপা গ্রামের বাসিন্দা।
অভিযোগের বিষয়ে সোনারগাঁ থানার অফিসার্স ইনচার্জ বলেন, কলেজ শিক্ষার্থীর হামলার ঘটনায় অভিযোগ পেয়েছি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মো: উজ্জল হোসেন মাসুম (এমবিএ),
Copyright © 2025 দৈনিক বাংলার কথা. All rights reserved.