নিজস্ব প্রতিবেদক:-
সোনারগাঁযের ঐতিহ্যবাহী ঈশাখাঁ একাদশ ক্লাবের উদ্যোগে সোনারগাঁ লিজেন্ড কাপ ৩৫+ ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোশারফ হোসেন। ০১ ফেব্রুয়ারী (রোজ শনিবার) বিকেল ১২.০০ ঘটিকার সময় উপজেলার সোনারগাঁ ক্রিকেট স্টেডিয়াম মাঠে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাজী শাহজাহান মেম্বার, সভাপতি, সোনারগাঁ পৌরসভা বিএনপি, কাজী নজরুল ইসলাম টিটু, সহ-সভাপতি, সোনারগাঁ থানা, বিএনপি, মোঃ হুমায়ন কবির রফিক, সাবেক সাধারন সম্পাদক, সোনারগাঁ পৌরসভা বিএনপি, মোঃ মোতাহার মাসুম শিকদার, সভাপতি, ঈশাখাঁ একাদশ ক্লাব, মোঃ আবু তাহের, সভাপতি, টূর্ণামেন্ট পরিচালনা কমিটি, মোঃ দেলোয়ার হোসেন মিন্টু, সাধারন সম্পাদক, ঈশাখাঁ একাদশ ক্লাব, রফিকুল ইসলাম বিপ্লব, সভাপতি, ভট্টপুর মডেল স: প্রা: বি:। এছাড়া সোনারগাঁয়ের প্রাক্তন ক্রিকেটার এবং ক্রীড়া বৃক্তিত্ব এহসানুল হাসনাইন, রোমেল জামান, তোফায়েল গাজী, আফজাল হোসেন মেম্বার, মশিউর রহমান, আব্দুস সালাম সুজন, রনি মোল্লা, গাজী ফারুক, মো: রাসেল প্রমূখ।
উক্ত টুর্নামেন্টে সোনারগাঁয়ের বিভিন্ন ইউনিয়নের ১০ টি দল অংশ গ্রহণ করবেন। উদ্বোধনী খেলায় মোকাবেলা করে অগ্নিবীনা ক্রীড়া সংঘ লিজেন্ড ও বৈদ্যেরবাজার একাদশ লিজেন্ড। বৈদ্যেরবাজার একাদশ লিজেন্ড টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ২৬১ রানের একটি বিশাল টার্গেট ছুড়ে দেয় প্রতিপক্ষকে। ২৬২ রানের বিশাল টার্গেট মোকাবেলা করতে নেমে অগ্নিবীনা ক্রীড়া সংঘ লিজেন্ড নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ২২৩ রান করতে সক্ষম হয়। টূর্ণামেন্টে প্রথম সেঞ্চুরী করে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয় মহসিন। আজকে উদ্বোধনী একমাত্র ম্যাচে জয়ী হয় বৈদ্যেরবাজার একাদশ লিজেন্ড।
সম্পাদক ও প্রকাশক: মো: উজ্জল হোসেন মাসুম (এমবিএ),
Copyright © 2025 দৈনিক বাংলার কথা. All rights reserved.