চালককে হত্যা করে অটোরিক্সা ছিনতাই
নিজস্ব প্রতিনিধি:-
নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে নয়ন (৩২) নামে এক অটোরিক্সা চালককে হত্যা করে অটো ছিনতাই করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগা উপজেলার দড়িকান্দি এলাকায় লাঙ্গলবন্দ সেতুর নিচে ব্রহ্মপুত্রনদী থেকে লাশ উদ্ধার করা হয়। এলাকাবাসী ও পথচারীরা পানিতে ভাসমান অবস্থায় লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়, পরে নৌ-পুলিশ এসে নিহতের লাশ উদ্ধার করে নিয়ে যায়।
অটোচালক নিহত নয়ন মিয়া রাজধানীর মোহাম্মদপুর টিক্কাপাড়া এলাকার মৃত জয়নাল আবেদিনের ছেলে।সে সোনারগাঁ থানার সাদিপুর বেলপাড়া এলাকায় মোক্তার হোসেনের বাড়ীর ভাড়াটিয়া।স্থানীয় গেরেজ থেকে ভাড়ায় অটোরিক্সা চালাতো।
বৈদ্দ্যেরবাজার নৌ-পুলিশ ফাঁড়ি উপ-পরিদর্শক শামীম উদ্দিন নিহতের স্বজনদের বরাত দিয়ে জানান,গতকাল বিকেলে নয়ন অটোরিকশা নিয়ে বের হয়ে রাতে আর বাড়ী ফিরেনি।পরবর্তীতে আজ সকালে তার লাশ পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে অটোরিক্সাটি নিয়ে গেছে দূর্বৃত্তরা। হত্যার সাথে জড়িতদের সনাক্ত ও অটোরিক্সাটি উদ্ধারের জন্য পুলিশের অভিযান চলছে।
এ বিষয়ে নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ উপ-পরিদর্শক মাহাবুব বলেন, ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।