1. admin@dainikbanglarkotha.com : banglarkotha1987 :
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
বাছেদের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে রেজাউল করিমের জনসভায় যোগদান সোনারগাঁয়ে সবজি ও ফুল চাষের উপর কৃষকদের দিনব্যাপী প্রশিক্ষণ মেঘনা গ্রুপের পেপার এন্ড পলপ কারখানায় ভয়াবহ আগুন সোনারগাঁয়ে তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভা আ’লীগের নৈরাজ্য ঠেকাতে সোনারগাঁয়ে বিএনপি নেতাকর্মীদের অবস্থান সোনারগাঁয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপি নেতাকর্মীদের ঢল সোনারগাঁয়ে ইউথ ওডিআই ক্রিকেট চ্যাম্পিয়নশীপ সিজন-১ উদ্বোধন সোনারগায়েঁ জামাতের কর্মীদের হত্যার বিচারের দাবিতে সমাবেশ বাংলাদেশ সাংবাদিক কমিউনিটি’র কেন্দ্রীয় সদস্য হলেন সাংবাদিক গাজী মোবারক সোনারগাঁওয়ে ফেনসিডিলসহ আটক ১, মোটরসাইকেল জব্দ

বাংলাদেশ সাংবাদিক কমিউনিটি’র কেন্দ্রীয় সদস্য হলেন সাংবাদিক গাজী মোবারক

  • প্রকাশের সময় : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ৫২ বার পঠিত

সোনারগাঁ প্রতিনিধি:-

দৈনিক কালের কন্ঠের সোনারগাঁ উপজেলা প্রতিনিধি ও সোনারগাঁ থানা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, গাজী মোবারক বাংলাদেশ সাংবাদিক কমিউনিটি (বিএসসি) কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন। সম্প্রতি ঢাকার দোহারের মৈনট ঘাট পদ্মারপাড়ে দুই দিন ব্যাপী সারাদেশ থেকে আগত ৬৪ জেলার সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত হয়। মিলনমেলার সমাপনী অনুষ্ঠানের দিন ৫১ সদস্য বিশিষ্টি ‘বাংলাদেশ সাংবাদিক কমিউনিটি (বিএসসি)” কমিটি ঘোষনা করা হয়।নবগঠিত কমিটির কার্যকরী সদস্য হিসেবে গাজী মোবারককে নির্বাচিত করেন। ‘বাংলাদেশ সাংবাদিক কমিউনিটি (বিএসসি) কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত করায় চার্জ কমিটির প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছেন তিনি। ঐ মিলনমেলায় দলবাজীমুক্ত, লেজুরবৃত্তিহীন, মুক্ত স্বাধীন সাংবাদিকতা এবং সামাজিক দায়বোধ থেকে সুস্থ ধারার সাংবাদিকতা ও নির্যাতিত সাংবাদিকদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার, দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে উপস্থিত সাংবাদিকবৃন্দ কার্যকর ভূমিকা পালনের শপথ গ্রহণ করেন। স্বাধীনতার ৫৩ বছরে এই প্রথম মৈনট ঘাট পদ্মারপাড়ে অনুষ্ঠিত সাংবাদিকদের মিলনমেলায় সমস্বরে শপথ বাক্য পাঠ করেন উপস্থিত সাংবাদিকবৃন্দ। শপথ বাক্য পাঠ করিয়েছেন প্রথম আলো বন্ধুসভা জাতীয় নির্বাহী কমিটির সভাপতি শিশু সাহিত্যিক ও অনুকাব্যের জনক প্রথম আলোর জেষ্ঠ্য সাংবাদিক (দন্তস রওশন খ্যাত) সাইদুজ্জামান রওশন। সেদিন সারাদেশ থেকে আগত সাংবাদিকদের মতামতের ভিত্তিতে আত্মপ্রকাশ ঘটে ‘বাংলাদেশ সাংবাদিক কমিউনিটি’ (বিএসসি) নামে একটি বৃহৎ সংগঠন। এদিন ৭ সদস্য বিশিষ্ট একটি চার্জ কমিটির মাধ্যমে সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠণ করা হয়।

 

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ দৈনিক বাংলার কথা
Theme Customized By Shakil IT Park