বাংলার কথা ডেস্ক:-
জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে গাজীপুর-৫ (কালীগঞ্জ, পূবাইল ও বাড়িয়া) আসনে আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রার্থী কেন্দ্রীয় মহিলা আ’লীগের সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপিকে বিজয়ী করার লক্ষে উঠান বৈঠক ও পথসভা করেন। ।
গতকাল বুধবার দিনব্যাপী গাজীপুর -৫ আসনের নৌকা সমর্থক নেতা কর্মীদের উদ্যোগে কালীগঞ্জ উপজেলার বক্তারপুরের উত্তর খৈকড়া, সাতানী পাড়া, কালীতলা মোড়, জামালপুর, চুপাইর এলাকার বিভিন্ন রাস্তার মোড় ও বাড়িতে বাড়িতে উঠান বৈঠক ও ভোটারদের সাথে মতবিনিময় করেন।
থানা আ’লীগের নেতা আমিনুল হক মোড়র সভাপতিত্বে ও ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি মুঞ্জর হোসেন দর্জীর সঞ্চালনায় বক্তব্য রাখেন- গাজীপুর -৫ আসনের আওয়ামী লীগের (নৌকা) মনোনীত প্রার্থী কেন্দ্রীয় মহিলা আ’লীগের সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি। উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মুর্শিদ কুলি খান, আ’লীগের সাধারণ সম্পাদক এইচ এম আবু বকর চৌধুরী, চেয়ারম্যান খায়রুল আলম, মজিবুর রহমান পলাশ, আসমত আলী মেম্বার, ৯ নং ওয়ার্ড যুবলীগের ফাইজুর রহমান প্রমূখ।